মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

কাগজের ফুল

কাগজ ফুলে ওই
রঙ ধরছে সই
মনের কথা এখন আমি কারে গিয়ে কই?

সবুজ মাঠের ওপরে
মেঘ নেমেছে দুপুরে
আঁধার এলো মনের ঘরে আলো জ্বালে কে?

পুকুর ঘাটে যাবো না
তরাস বুকের বাজনা
ধুকপুকিয়ে পাখি বুঝি ডানা মেলে ওই

রাতের ঘুমে বলে সে
স্বপন যেন না আসে
চোখের পাতা খোলা খাতা নাম সে লিখেছে

ভেবে ভেবেই আজ
এলোমেলো কাজ
আকাশকুসুম পাড়তে গিয়ে কেড়ে নিল মই

রবিবার, ১৫ জুলাই, ২০১৮

ছুঁয়ে ছুঁয়ে

ছুঁয়ে ছুঁয়ে যায়
চেনা আচেনায়
কাছে এসে যদি কেউ বসে
বিকেলের আলো
আঁচলে জড়ালো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে

আলতো আঙুলে
খোঁপা খসা চুলে
দেখেছি তোমায় আনমনে
মনের এই বাসা
যাওয়া আর আসা
পথটুকু নিয়েছি যে চিনে

সেই পথে চলে
যেন আবডালে
কোন কথা মিশে থাকে শ্বাসে
খোয়াব খোয়ানো
রাংতা মোড়ানো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে

ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com

 এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com