শুক্রবার, ৬ এপ্রিল, ২০১৮

স্বপ্নচূড়া

দিনের খাতায় তার নামতা লেখা
ধানের পাতায় সেই গল্প শেখা
রোদের নিচে উড়ো খবর নিতে
বাড়িয়ে হাত, জনান্তিকে
ঘামের আঙুল যেন দুয়েক ফোঁটা
ফিকে হাসির, অস্তরেখা
মিলিয়ে দিল কোন হাঁসের ডানা
গোপন কথার সে আস্তানা
মরালগ্রীবায় এলো আলোর রেণু
স্বপ্নচূড়ায় সে যে কী দেখিনু?

সোমবার, ২ এপ্রিল, ২০১৮

অপেক্ষা

কোনদিন আড়াল ছিল নাকি?
উষ্ণতায় প্রাণের ঢাকাঢাকি
মেদুর এক ঝড়ের বিকেল বোধহয়
হাঁটতে যেতে আঙুল ছুঁতে হয়
সাইকেলের সামনে সিটে বসে
কাঁপতে থাকে বৃষ্টিফোঁটার দেশে
হঠাৎ আসা রেলগেটের বাধা
নামিয়ে মাথা কালোয় কিম্বা সাদা
সাবধানে, পরীক্ষা শুরু হল
ঘন্টাখানেক আপেক্ষাই কর
তারের ওপর ফড়িং এসে বসে
ভিজে বাতাস বুকের আশেপাশে

ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com

 এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com