শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

যৌথ জীবন


তবু কারা ভালোবাসে
স্বপ্নের এজলাশে
নিয়ে আসে যত দোষত্রুটি
ফিরে যায় ঘুমচোখে
বিষাদকে মনে রেখে
হারানো রাতের খুনসুটি

চেনাতে চিনতে আড়াল
অভ্রস্পর্শী দেওয়াল
অক্ষম হাতে কারুকাজ।
নেই, তবু থেকে যায়
নিঃশ্বাস নিরুপায়
পলি জমে কপালের ভাঁজ

এধারে দাঁড়িয়ে একা
কিছুটা আলোয় ঢাকা
বাকিটা প্রকৃত অন্ধকার
বাতাসের ধীর গতি
প্রলাপের অনুভূতি
দুজনে যুদ্ধে একাকার

ফিরে যায় গৃহকোণে
কতকটা আনমনে
চিরস্থায়ী ভাতের অভ্যেস।
আছে, কিন্তু সব খালি
ইঁটকাঠ ধুলোবালি
শুরুতেই লেখা থাকে শেষ


মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সময়

পাশাপাশি জানালায়
রোদ লাগা অছিলায়
ঘুম নিয়ে দাঁড়িয়েছি ভোরে
মেঘ তুমি কবেকার
হাতে হাত রাখবার
উড়ো খই চলে যেও দূরে

ভেজা জামা পাল্টায়
শরীরের রাস্তায়
লেগে থাকে দিনগত পাপ
মন খসে অনাবিল
চক্ষুরা সাবলীল
বুকে আসে গোপনীয় তাপ

তবু নাম জানাবার
প্রার্থনা বারবার
এ বিষে কিসে হবে শেষ
চিনে চিনে অনায়াস
খালি হয় ভীড় বাস
ধূসরিত রাজকীয় বেশ

... দিনান্তের অন্বেষণে, জানুয়ারী 2018 সংখ্যা

সোনামাখা বাংলা

কুয়াশায় ছেড়ে যায়
বেদনার নীল রোদ
অসময় জল গায়
ভেঙে পড়ে প্রতিরোধ

চারিদিক শারীরিক
নিভু নিভু সলতে
তব সুখ জাগরুক
কথা কিছু বলতে

এই শব্দ মনে লব্ধ
হারায়নি তো কিছু
এই বই, সাথে লই
হৃদয়ের সমীপেষু

অক্ষর জমে তাই
জল মাটি শাপলা
মাটি ঘেঁষা রোদটুকু
সোনামাখা বাংলা

ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com

 এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com