বাঙেরা জানে কিনা জানিনা, তবে বাংলার মানুষ একে আদর করে ব্যাঙাচি নাম দিয়েছে। বহুদিন ধরে অনেকে বোঝার চেষ্টায় আছেন, এই অত্যাশ্চার্য যানটি ঠিক কি? চালক সহ বারোজন কে নিয়ে এই গাড়িটি চলাফেরা করে, কোলের বাচ্চারা আলাদা। এ কি কোন গাড়ি কোম্পানির স্বীকৃত মডেল? নাকি জলের পাম্প আর সাইকেল ভ্যানের সমন্বয়ে নির্মিত কোনো হাঁসজারু? সামনের সারি তে দুজন যাত্রী বসবেন, একজন চালকের কোলে, দুই পায়ে ফাঁকে গিয়ার। এটাই দস্তুর। মাঝের সারি মুখোমুখি বসিবার, তিন তিন করে ছয়জনার। কিভাবে যে স্থান সঙ্কুলান হয়, মানুষগুলি গাড়ি থেকে বেরোনো পর বোঝা যায়। আর পিছনের সিটে আবার তিনজন। সেখানে উঠে পা দুমড়িয়ে বসা, খানিক ঝাঁকায় করে মুরগীদের চলাফেরা সাথে তুলনীয়। ঘাড়গুঁজে, হাঁটু ঘুরিয়ে, যাত্রীকে একইসাথে যোগ ব্যায়াম আর নাগরদোলার অনুভূতি জাগায়। কে এই অসামান্য গাড়িটির ডিজাইন করেছেন আর কোন রাস্তা সুরক্ষা পর্ষদ তাকে ছাড়পত্র দিয়েছে, জানতে পারলে জগতের কল্যাণ হয়।
বুধবার, ১১ অক্টোবর, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
-
অভিযোজন দোয়েলপাড়ার মাঠে পুজোর বাঁশ পড়েছে। এই অঞ্চলে এটাই সবচেয়ে বড় পুজো। আর প্রতি বছর ঠিক পনেরোই অগাষ্ট মাঠে প্যান্ডেলের বাঁশ পড়ে। দিগিন...
-
চলতে গিয়ে চলা আর বলতে গিয়ে বলা। গোটা জীবনটা কেটে যায়। পথ চলতে দেখা হয় কত মানুষের সাথে। এক গাড়িতে কিছুক্ষণ, তারপর যে যার পথে। সকালের সেই চেন...
-
আমাকে প্রধান শিক্ষকের ঘরে ডেকে পাঠানো হল, কেন আজ মনে নেই। সাথে নিম্নবুনিয়াদী থেকে প্রাপ্ত শেষ ফলাফলের কাগজটা ছিল। ওটাই সম্ভবতঃ মাঠের স্কুলে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন