রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

বর্দ্ধমানের সাহিত্যবাসরে


মানবরা ডেকেছে, "যাও পাখি বোলো তারে"। সে ডাকে জড়ো হয়েছে অনেক মানুষ, প্রতি বছর যেমন হয়। বর্দ্ধমানের সাহিত্যবাসরে, সকাল থেকে আড্ডা গান কবিতা, পত্রিকা প্রকাশ, প্রদর্শনী, দফায় দফায় চা, লুচি তরকারি, দুপুরে মাংসভাত। আর কাছে না গেলে যা বোঝা যায়না, তা হল উষ্ণতা। যা দিয়ে "হৃদয় থেকে হৃদয় জুড়ে যায়, ভাঙা চুড়ি দিয়ে গাঁথা মালার মতো", বললেন জয়া মিত্র, সঙ্গে অরুন ঘোষ, শুক্তি রায়। হিরন্ময় বন্দ্যোপাধ্যায় আনলেন দুয়োরানী বুনোফুলের সুঘ্রাণ। চন্দ্রনাথ চট্টোপাধ্যায় শোনালেন তাঁর সংগ্রহের মালায় ইতিহাস চয়নের কথা, সঙ্গত করলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। গানে গানে ছুঁয়ে দিলেন নূপুরছন্দা ঘোষ। রজনীকান্ত, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলালের সে গানে ভেসে গেল সভা, আলুথালু মন। মানব বললেন তাঁদের আর্থিক অনটনের কথা, অথচ মহার্ঘ্য সভা নির্মিত হল ভালোবাসার তন্তুতে, এক অনন্য উজ্জ্বল রত্নের মতো। 






এ বৃহৎ কর্মকান্ডের ভেতর একটি ছোট্ট ব্যক্তিগত সুখ, আমার 'ঠিকানা' শিরোনামের গল্প আজকের পত্রিকায় প্রকাশ হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com

 এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com