এক সময় বগ বগ করে ব্লগ চলত।
এখন সব গিয়ে ঠাঁই নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারের পাতায়।
সেখানেই যেন মূর্ত হয় চাওয়া পাওয়ার হিসেব নিকেষ।
অগত্যা ব্লগ পেরিয়ে খোলামকুচি-ও চলল ফেসবুকে
https://www.facebook.com/ofSouravHowlader/।
সেখানেই দেখাশোনা, কথা বলা, বা না বলা।
নতুন আড্ডাঘরে পুরোনো মেজাজ হারিয়ে যায়?
যা ছিল কফিহাউজে তা গিয়ে জমছে কফিশপে?
সব কী এক হল? না হলেই বা কী হল?
সময় তোয়াক্কা করে না।
নতুনেরা আসে, তাদের নিজেদের দাবী আর সনদ নিয়ে।
তখন রোদ্দুরের রঙ বুঝিয়ে দেয় এখন দিন। আর দিন ফুরলে?
তখন রাত নামে… স্বপ্নের হাত ধরে ঘুম আসে। কেউ কেউ জেগে থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন