হারিয়ে যাচ্ছ? হারতে পারলে কই
ঠিকানা খুঁজতে, হাতে মানচিত্রের বই?
গরল স্বপাকে রন্ধন জানা চাই
যাত্রা শেষে অগুন্তি উড়ো খই
তোমার জানালায় ঝুলে থাকা লাল রোদ
অচেনা আমায় অমৃতের প্রতিশোধ
একি স্বপ্নময় জোনাকির ওড়াউড়ি
প্রজন্ম পেরিয়ে বটের নেমেছে ঝুরি
তোমার দুচোখে সোনালী ধানক্ষেত
ঘুমঘুম মন সেখানেই পেলো সেচ
আবিস্কারের পথেই পথ চলা
একসাথে চুপ আঁধারের কথাবলা
ঠিকানা খুঁজতে, হাতে মানচিত্রের বই?
গরল স্বপাকে রন্ধন জানা চাই
যাত্রা শেষে অগুন্তি উড়ো খই
তোমার জানালায় ঝুলে থাকা লাল রোদ
অচেনা আমায় অমৃতের প্রতিশোধ
একি স্বপ্নময় জোনাকির ওড়াউড়ি
প্রজন্ম পেরিয়ে বটের নেমেছে ঝুরি
তোমার দুচোখে সোনালী ধানক্ষেত
ঘুমঘুম মন সেখানেই পেলো সেচ
আবিস্কারের পথেই পথ চলা
একসাথে চুপ আঁধারের কথাবলা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন