ফেলে রাখা স্যুটকেস, উড়ো ঝড় এলোকেশ
মনে রাখি দম ধরা ঘড়ি
পায়ে পায়ে ঘুমঘোর, রাত জাগা অগোচর
যেতে, না চাইলেও চলি
যেন কোন পারাবার, কাছে দূরে ঘর বার
হাতে পায়ে জমে ওঠা ধুলো
বালু চোরা চারিদিক, জ্বলে নেভে ধিকিধিক
পথিকের নেই চালচুলো
কাছে এসো অনুপম, বুক চোঁয়া উপশম
পলকের সাধ জাগে ডানা
অগভীর স্রোতে ভাসা, মধুহীন ভালোবাসা
প্রিয়মুখ, তবু অচেনা
কিইবা আছে ধারে কাছে, জড়োয়ার নাগপাশে
এ জীবনে শোনা হল না
জানি তুমি, তুমি নও, সচেতন অভিনয়
খেলাঘরে ফাঁকা দোলনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন