সময় বাঁধনে নিরুপায়
পদতলে বালু ছুঁয়ে যায়
আড়াল সরে না সাক্ষাতে
যেন কে পাশ থেকে ডাকে
আড়াল সরে না সাক্ষাতে
যেন কে পাশ থেকে ডাকে
ছেড়ে আসা জলে ভাসাভাসি
তোমাকেই কাছে নিয়ে আসি
অস্থির নীল গতিবেগে
কোন সুতো লেগে নেই দেহে
হঠাৎ হারিয়ে ফেলে দেখি
প্ল্যাটফর্মে কেবল একাকী
দাঁড়িয়ে, উড়ে যাওয়া পাতা
পিছু পিছু ছুটে, থেমে থাকা
মলাট ছিঁড়ে যাওয়া বই
সেখানে আর কেউ নেই
শিকড়ের ভাঙা অপবাদে
তবু রাত নামে, একা ছাদে
সুতো কাটা ঘুড়িরাকাশে
কবেকার ডাঙাটুকু ভাসে
সিঁড়ি ছাড়া নেমে আসা গৃহে
টিঁকে থাকে আবিল নির্মোহে
তোমাকেই কাছে নিয়ে আসি
অস্থির নীল গতিবেগে
কোন সুতো লেগে নেই দেহে
হঠাৎ হারিয়ে ফেলে দেখি
প্ল্যাটফর্মে কেবল একাকী
দাঁড়িয়ে, উড়ে যাওয়া পাতা
পিছু পিছু ছুটে, থেমে থাকা
মলাট ছিঁড়ে যাওয়া বই
সেখানে আর কেউ নেই
শিকড়ের ভাঙা অপবাদে
তবু রাত নামে, একা ছাদে
সুতো কাটা ঘুড়িরাকাশে
কবেকার ডাঙাটুকু ভাসে
সিঁড়ি ছাড়া নেমে আসা গৃহে
টিঁকে থাকে আবিল নির্মোহে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন