দিনের খাতায় তার নামতা লেখা
ধানের পাতায় সেই গল্প শেখা
রোদের নিচে উড়ো খবর নিতে
বাড়িয়ে হাত, জনান্তিকে
ঘামের আঙুল যেন দুয়েক ফোঁটা
ফিকে হাসির, অস্তরেখা
মিলিয়ে দিল কোন হাঁসের ডানা
গোপন কথার সে আস্তানা
মরালগ্রীবায় এলো আলোর রেণু
স্বপ্নচূড়ায় সে যে কী দেখিনু?
ধানের পাতায় সেই গল্প শেখা
রোদের নিচে উড়ো খবর নিতে
বাড়িয়ে হাত, জনান্তিকে
ঘামের আঙুল যেন দুয়েক ফোঁটা
ফিকে হাসির, অস্তরেখা
মিলিয়ে দিল কোন হাঁসের ডানা
গোপন কথার সে আস্তানা
মরালগ্রীবায় এলো আলোর রেণু
স্বপ্নচূড়ায় সে যে কী দেখিনু?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন