কোনদিন আড়াল ছিল নাকি?
উষ্ণতায় প্রাণের ঢাকাঢাকি
মেদুর এক ঝড়ের বিকেল বোধহয়
হাঁটতে যেতে আঙুল ছুঁতে হয়
সাইকেলের সামনে সিটে বসে
কাঁপতে থাকে বৃষ্টিফোঁটার দেশে
হঠাৎ আসা রেলগেটের বাধা
নামিয়ে মাথা কালোয় কিম্বা সাদা
সাবধানে, পরীক্ষা শুরু হল
ঘন্টাখানেক আপেক্ষাই কর
তারের ওপর ফড়িং এসে বসে
ভিজে বাতাস বুকের আশেপাশে
উষ্ণতায় প্রাণের ঢাকাঢাকি
মেদুর এক ঝড়ের বিকেল বোধহয়
হাঁটতে যেতে আঙুল ছুঁতে হয়
সাইকেলের সামনে সিটে বসে
কাঁপতে থাকে বৃষ্টিফোঁটার দেশে
হঠাৎ আসা রেলগেটের বাধা
নামিয়ে মাথা কালোয় কিম্বা সাদা
সাবধানে, পরীক্ষা শুরু হল
ঘন্টাখানেক আপেক্ষাই কর
তারের ওপর ফড়িং এসে বসে
ভিজে বাতাস বুকের আশেপাশে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন