কালের পিঠে পাল খাটিয়ে অনেক বছর পরে
পুরোন পাড়ায় চলতে গিয়ে এমনি চোখে পড়ে
মিলিয়ে গেছে দালান কোঠা পাল্টে গেছে পথ
মহীরুহ নিভিয়ে ওঠা মস্ত ইমারত
চকচকে সেই আলোকদ্যুতি আমার চোখের মাপে
ঘোরলাগা এক জয়ধ্বনি হাততালিতে ডাকে
স্রোতের সাথে বিবর্তনে অনেক প্রিয়মুখ
বয়স ছাড়াও অন্য কিছু, আপাত অদ্ভুত
যে মনেতে আলয় ছিল, এখন শুধু ভয়
কার পাশে আজ বসবো গিয়ে, বড়ই সংশয়
চোখের শরণ ফুরিয়ে এখন ঘেন্না অবশিষ্ট
ভীড়ের মাঝে একলা ডানা হারায় অনির্দিষ্ট
পুরোন পাড়ায় চলতে গিয়ে এমনি চোখে পড়ে
মিলিয়ে গেছে দালান কোঠা পাল্টে গেছে পথ
মহীরুহ নিভিয়ে ওঠা মস্ত ইমারত
চকচকে সেই আলোকদ্যুতি আমার চোখের মাপে
ঘোরলাগা এক জয়ধ্বনি হাততালিতে ডাকে
স্রোতের সাথে বিবর্তনে অনেক প্রিয়মুখ
বয়স ছাড়াও অন্য কিছু, আপাত অদ্ভুত
যে মনেতে আলয় ছিল, এখন শুধু ভয়
কার পাশে আজ বসবো গিয়ে, বড়ই সংশয়
চোখের শরণ ফুরিয়ে এখন ঘেন্না অবশিষ্ট
ভীড়ের মাঝে একলা ডানা হারায় অনির্দিষ্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন