পাশাপাশি জানালায়
রোদ লাগা অছিলায়
ঘুম নিয়ে দাঁড়িয়েছি ভোরে
মেঘ তুমি কবেকার
হাতে হাত রাখবার
উড়ো খই চলে যেও দূরে
ভেজা জামা পাল্টায়
শরীরের রাস্তায়
লেগে থাকে দিনগত পাপ
মন খসে অনাবিল
চক্ষুরা সাবলীল
বুকে আসে গোপনীয় তাপ
তবু নাম জানাবার
প্রার্থনা বারবার
এ বিষে কিসে হবে শেষ
চিনে চিনে অনায়াস
খালি হয় ভীড় বাস
ধূসরিত রাজকীয় বেশ
... দিনান্তের অন্বেষণে, জানুয়ারী 2018 সংখ্যা
রোদ লাগা অছিলায়
ঘুম নিয়ে দাঁড়িয়েছি ভোরে
মেঘ তুমি কবেকার
হাতে হাত রাখবার
উড়ো খই চলে যেও দূরে
ভেজা জামা পাল্টায়
শরীরের রাস্তায়
লেগে থাকে দিনগত পাপ
মন খসে অনাবিল
চক্ষুরা সাবলীল
বুকে আসে গোপনীয় তাপ
তবু নাম জানাবার
প্রার্থনা বারবার
এ বিষে কিসে হবে শেষ
চিনে চিনে অনায়াস
খালি হয় ভীড় বাস
ধূসরিত রাজকীয় বেশ
... দিনান্তের অন্বেষণে, জানুয়ারী 2018 সংখ্যা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন