ছুঁয়ে ছুঁয়ে যায়
চেনা আচেনায়
কাছে এসে যদি কেউ বসে
বিকেলের আলো
আঁচলে জড়ালো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে
আলতো আঙুলে
খোঁপা খসা চুলে
দেখেছি তোমায় আনমনে
মনের এই বাসা
যাওয়া আর আসা
পথটুকু নিয়েছি যে চিনে
সেই পথে চলে
যেন আবডালে
কোন কথা মিশে থাকে শ্বাসে
খোয়াব খোয়ানো
রাংতা মোড়ানো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে
চেনা আচেনায়
কাছে এসে যদি কেউ বসে
বিকেলের আলো
আঁচলে জড়ালো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে
আলতো আঙুলে
খোঁপা খসা চুলে
দেখেছি তোমায় আনমনে
মনের এই বাসা
যাওয়া আর আসা
পথটুকু নিয়েছি যে চিনে
সেই পথে চলে
যেন আবডালে
কোন কথা মিশে থাকে শ্বাসে
খোয়াব খোয়ানো
রাংতা মোড়ানো
স্বপ্নেরা ডানা মেলে ভাসে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন