খেলাটা মজার, খেলাটা কঠিন। সাতদিনে সাতটি প্রিয় বইএর নাম।
যখন যে বই পড়ি, তখন সেই বইএ ডুবে যাই। বালির পাহাড়ের মতো সে কখনও উঁচু হয়ে ওঠে আবার হাওয়ায় অন্য কোথাও। পরদিন গিয়ে হয়তো সেই পাহাড়কে খুঁজে পাওয়া যায়না।
নিজের শহর থেকে ভিণদেশে পাততাড়ি গোটানোর সময়, বিমান কোম্পানির নিয়ম মেনে মালপত্রের ওজনের সীমা বাঁধা ছিল। তখন আর সব জরুরী বেঁচে থাকার সরঞ্জামের সাথে অক্সিজেন সিলিন্ডার রূপী যে দুটি বই সাথে ছিলেন, তারা হলেন 'শেষের কবিতা' আর 'গীতবিতান'।
যখন যে বই পড়ি, তখন সেই বইএ ডুবে যাই। বালির পাহাড়ের মতো সে কখনও উঁচু হয়ে ওঠে আবার হাওয়ায় অন্য কোথাও। পরদিন গিয়ে হয়তো সেই পাহাড়কে খুঁজে পাওয়া যায়না।
নিজের শহর থেকে ভিণদেশে পাততাড়ি গোটানোর সময়, বিমান কোম্পানির নিয়ম মেনে মালপত্রের ওজনের সীমা বাঁধা ছিল। তখন আর সব জরুরী বেঁচে থাকার সরঞ্জামের সাথে অক্সিজেন সিলিন্ডার রূপী যে দুটি বই সাথে ছিলেন, তারা হলেন 'শেষের কবিতা' আর 'গীতবিতান'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন