যে দুটি বইএর দরজা খুলে কবিতার সাথে দেখা হল, তারা হলেন 'সঞ্চিতা' এবং 'সঞ্চয়িতা'। চেতনে অবচেতনে রক্তে মিশে গেল 'বীরপুরুষ', 'বিদ্রোহী', 'লুকোচুরি', 'কাঠবেড়ালি' সহ আরও অসংখ্য শব্দ ঝংকার। মনের অলিন্দে আজও তাদের অনায়াস চলাফেরা। তৈরী করে ভাষার প্রতি ভালোবাসা, যোগান দেয় স্বপ্ন দেখার উপাদান। জ্বালিয়ে দেয় সেই স্বতন্ত্র ধূপ, যা থেকে সুরভীত হয় জীবনের অকিঞ্চিতকর অস্তিত্ব।
সোমবার, ২১ মে, ২০১৮
শুক্রবার, ১৮ মে, ২০১৮
সাতদিনে সাত প্রিয় বইঃ প্রথম দিন
খেলাটা মজার, খেলাটা কঠিন। সাতদিনে সাতটি প্রিয় বইএর নাম।
যখন যে বই পড়ি, তখন সেই বইএ ডুবে যাই। বালির পাহাড়ের মতো সে কখনও উঁচু হয়ে ওঠে আবার হাওয়ায় অন্য কোথাও। পরদিন গিয়ে হয়তো সেই পাহাড়কে খুঁজে পাওয়া যায়না।
নিজের শহর থেকে ভিণদেশে পাততাড়ি গোটানোর সময়, বিমান কোম্পানির নিয়ম মেনে মালপত্রের ওজনের সীমা বাঁধা ছিল। তখন আর সব জরুরী বেঁচে থাকার সরঞ্জামের সাথে অক্সিজেন সিলিন্ডার রূপী যে দুটি বই সাথে ছিলেন, তারা হলেন 'শেষের কবিতা' আর 'গীতবিতান'।
যখন যে বই পড়ি, তখন সেই বইএ ডুবে যাই। বালির পাহাড়ের মতো সে কখনও উঁচু হয়ে ওঠে আবার হাওয়ায় অন্য কোথাও। পরদিন গিয়ে হয়তো সেই পাহাড়কে খুঁজে পাওয়া যায়না।
নিজের শহর থেকে ভিণদেশে পাততাড়ি গোটানোর সময়, বিমান কোম্পানির নিয়ম মেনে মালপত্রের ওজনের সীমা বাঁধা ছিল। তখন আর সব জরুরী বেঁচে থাকার সরঞ্জামের সাথে অক্সিজেন সিলিন্ডার রূপী যে দুটি বই সাথে ছিলেন, তারা হলেন 'শেষের কবিতা' আর 'গীতবিতান'।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
-
এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
-
https://banglalive.com/novella-on-political-scenario-of-bengal-by-sourav-haoladar-2/ বিপ্রতীপ (বড়গল্প) দ্বিতীয় পর্ব
-
এক সময় বগ বগ করে ব্লগ চলত। এখন সব গিয়ে ঠাঁই নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারের পাতায়। সেখানেই যেন মূর্ত হয় চাওয়া পাওয়ার হিসেব নি...



