সোমবার, ২৭ জুলাই, ২০২০
শনিবার, ১১ জুলাই, ২০২০
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
খোলামকুচি-ও চলল ফেসবুকে
এক সময় বগ বগ করে ব্লগ চলত।
এখন সব গিয়ে ঠাঁই নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারের পাতায়।
সেখানেই যেন মূর্ত হয় চাওয়া পাওয়ার হিসেব নিকেষ।
অগত্যা ব্লগ পেরিয়ে খোলামকুচি-ও চলল ফেসবুকে
https://www.facebook.com/ofSouravHowlader/।
সেখানেই দেখাশোনা, কথা বলা, বা না বলা।
নতুন আড্ডাঘরে পুরোনো মেজাজ হারিয়ে যায়?
যা ছিল কফিহাউজে তা গিয়ে জমছে কফিশপে?
সব কী এক হল? না হলেই বা কী হল?
সময় তোয়াক্কা করে না।
নতুনেরা আসে, তাদের নিজেদের দাবী আর সনদ নিয়ে।
তখন রোদ্দুরের রঙ বুঝিয়ে দেয় এখন দিন। আর দিন ফুরলে?
তখন রাত নামে… স্বপ্নের হাত ধরে ঘুম আসে। কেউ কেউ জেগে থাকে।
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
ব্লগ এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
-
এখন থেকে ব্লগ সহ অন্যান্য সব খবর এবং বই পাওয়ার ঠিকানাঃ https://souravstory.com
-
https://banglalive.com/novella-on-political-scenario-of-bengal-by-sourav-haoladar-2/ বিপ্রতীপ (বড়গল্প) দ্বিতীয় পর্ব
-
এক সময় বগ বগ করে ব্লগ চলত। এখন সব গিয়ে ঠাঁই নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা টুইটারের পাতায়। সেখানেই যেন মূর্ত হয় চাওয়া পাওয়ার হিসেব নি...